Head Teacher Message

Head Teacher Message

 প্রতিষ্ঠান প্রধানের বাণী

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের একমাত্র ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান   চাঁদখালী আমিনিয়া হামিদিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা   ১৯৮৪  সাল থেকে অদ্যাবধি প্রতিষ্ঠানটি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। শিক্ষকদের আন্তরিক পাঠদান,শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত সাড়া এবং এলাকার- শিক্ষানুরাগী রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় তথা বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গের ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি প্রানবন্ত হয়ে উঠেছে।

বর্তমান বিশ্বে প্রযুক্তির প্রবল প্রতিযোগীতায় টিকে থাকতে হলে আমাদেরকে অতি দ্রুত আধুনিকায়নের দিকে অগ্রসর হতে হবে। শিক্ষাসেবা পোঁছে দিতে হবে জনগনের দোর গোড়ায়। তার আলোকে  বাংলাদেশ মাদরাসা শিক্ষা তার আত্ততাধীন সকল অনুমোদিত শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠানে বোর্ডের যাবতীয় কার্যাদি সম্পাদনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ইতোঃমধ্যে সফল ভাবে শুরু করেছে।এ কার্যক্রম ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্য অর্জনের পক্ষে আরো একধাপ অগ্রগতি।

পরিশেষে আমি আশা করছি যে,আমরা যদি সবাই সরকারকে সহযোগিতা করি তাহলে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন অবশ্যই স্বার্থক ও ফলপ্রসু হবে।

 

                                                     সুপার

                                    মোঃ রুহুল আমিন

     চাঁদখালী আমিনিয়া হামিদিয়া সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসা                                কালিগঞ্জ, সাতক্ষীরা 

                     মোবাইল নং-০১৭১০১২১৪০৮